৪ মে ১৭৯৬। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে দিনটি খুবই স্মরণীয়। গো-বসন্তে আক্রান্ত এক মহিলার ফোঁড়া থেকে (আক্রান্ত স্থান) পুঁজ সংগ্রহ করে তা টিকা হিসেবে আট বছরের একটি সুস্থ বালকের শরীরে প্রবেশ করানো হয়। বালকটির নাম জেমস ফিপস। চিকিৎসক বললেন, এ টিকা নিলে ভবিষ্যতে তার আর কোনোদিন বসন্ত হবে না। অভিভাবকরা নানা আশঙ্কায় আপত্তি করলেও শেষ পর্যন্ত রাজি হলেন। তখন গুটিবসন্ত মানেই মহামারী। […]