চলছে করোনা কাল। দিশেহারা কৃষক। বিশেষ করে দেশের ফুলের রাজধানী খ্যাত গদখালীতে নেই কৃষকের মুখে হাসি। করোনায় বিক্রি হয়নি ফুল। অবিক্রিত কোটি টাকার ফুলক্ষেত খাওয়ানো হয়েছে গবাদি পশু দিয়ে। এর সাথে যোগ হয়েছে এবারের আম্পানের বিপর্যয়। এবারেই প্রথম বড় কোন ঝড়ের কবলে পড়ে গোটা যশোর অঞ্চল। বিশেষ করে গদখালীর ফুলের পলি হাউজ বা ফুল চাষের বিশেষ ঘরগুলো প্রায় পুরোপুরি নষ্ট […]