তোমাকে আমি বহুবার নদী বলে ডেকেছি কখনও পদ্মা কখনও যমুনা আবার কখনও ধলেশ্বরী আর কত নদীর নামে। তুমি নদীর মত বয়ে চলো কখনও শব্দে আবার কখনও নিঃশব্দে। আজ আমি তোমাকে ডাকবো সন্ধ্যা নামে! সন্ধ্যা একটি নদীর নাম। পুরুষ নামের এক নদী থেকে জন্ম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লালস্যময়ী নদী নামেও পরিচিত তুমি। তোমার মত বয়ে চলা এই নদীর বুকে ডিঙ্গি বেয়ে চলে যায় […]