দ্রৌপদীর বস্ত্রহরণে নিরব ছিল মহাজ্ঞানী, মহাযোদ্ধা,
সহস্রগজ শক্তিশালী আর বিশ্বের শ্রেষ্ঠধনুরবিদ দ্ধয়ে!
কিন্তু দ্রৌপদীর লজ্জাস্থান দ্যাখেনি সভায় উপস্থিতজন
তবুও সেদিনের সভার সবাই মূল্য দিয়েছে কুরুক্ষত্রে!
আজও যারা দেখছে বস্ত্রহরণ বিশ্বের
ধর্ষিতার, মজলুমের, গণতন্ত্রের,
যেমন নগ্ননারীর লজ্জাস্থান দেখছ মহাপ্রমোদে
তাদেরও হিসেব হবে কোন এক জাতিস্মরে!
০৫.০১.১৯/পুরান ঢাকা
